টিসিবির কার্ড বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবির কার্ড ও ভিজিএফ’র চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে সময় এটি ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম রফিক (৫০)। তিনি তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ সময় সংঘর্ষে রফিকের ভাই শফিকসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শফিকের অবস্থা গুরুতর, আর অন্য একজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির কার্ড বিতরণ ও ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ’র চাল বিতরণ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের সমর্থকদের সঙ্গে রফিকের তর্কবিতর্ক হয়। এ নিয়ে তারা রফিককে আক্রমণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানায়, ৮-১০ দিন আগে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাগর এবং ৯নং ওয়ার্ডের সদস্য কামালের সঙ্গে রফিকের টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘাত হয়েছিল, যা আজকের সংঘর্ষের পেছনে প্রেক্ষাপট তৈরি করে। এক পর্যায়ে রফিকের উপর হামলে পড়ে সাগর ও কামালের পক্ষের লোকজন, এবং রফিককে কুপিয়ে হত্যা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছেন এবং পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।
এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকান-পাট বন্ধ করে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন করা হয়েছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু মন্তব্য করেন, আওয়ামী লীগের কিছু সদস্য দলে অনুপ্রবেশ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা প্রকৃত ঘটনাকে উন্মোচন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন।
১২৮ বার পড়া হয়েছে