সর্বশেষ

রাজনীতি

নারীর নিরাপত্তাসহ দুই দাবিতে আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবি জানাতে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করতে যাচ্ছে।

সমাবেশটি শনিবার (৮ মার্চ) বিকাল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা।

এনসিপি শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, নারীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বা নিপীড়ন সহ্য করা হবে না। একই সাথে নারীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনার দাবি তুলেছে তারা।

বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন, সাইবার হয়রানি ও শ্লীলতাহানি ঘটছে। উদাহরণস্বরূপ, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী দ্বারা হয়রানি করা হয়। থানায় গ্রেপ্তার থাকা অবস্থায় অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমে ওই শিক্ষার্থী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।

এনসিপি আরও জানায়, মাগুরাতেও এক শিশুকে ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টির নারী নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নারী কর্মীরা অনলাইনে বিভিন্নভাবে সাইবার হয়রানির শিকার হচ্ছেন।

নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনায় কড়া নিন্দা জানিয়ে এনসিপি বলেছেন, এই ধরনের ঘটনা নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে। নারীর নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের প্রতি সহিংসতা কোনোমতেই বরদাশত করা হবে না।

তারা নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, এবং বলছেন, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করে একটি সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন