সৌদি আরবে একদিনে ওমরাহ পালনের রেকর্ড

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ একদিনে সর্বোচ্চ ওমরাহ যাত্রী গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ৫ লাখেরও বেশি মানুষ মসজিদে প্রবেশ করেছে।
মসজিদে নববী ও গ্র্যান্ড মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
সিয়াসাত ডেইলি সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ নতুন প্রযুক্তির সাহায্য নিয়েছে। এর মধ্যে রয়েছে এআই-চালিত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্মার্ট ক্যামরা।
প্রবেশপথের সেন্সর রিডারগুলো রিয়েল-টাইমে উপস্থিতি পর্যবেক্ষণ করে, যাতে যানজট কমাতেএবং বিশেষ করে মাতাফ (কাবার চারপাশের প্রদক্ষিণ এলাকা) ও মাস'আ (সাফা ও মারওয়ার মধ্যবর্তী এলাকা) এর মতো অত্যাধিক জনসমাগমের এলাকায় তাৎক্ষণিক সমন্বয় করা যেতে পারে।
এছাড়া, পবিত্র রমজান মাসের সময় গ্র্যান্ড মসজিদে শৃঙ্খলা রক্ষা ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী ২৪ ঘণ্টা কাজ করছে। অন্যান্য নিরাপত্তা সংস্থার সহযোগিতায় কর্মকর্তারা বিশাল জনসমাগম পরিচালনা, বৃদ্ধদের সহায়তা, শিশুদের সুরক্ষা ও হারিয়ে যাওয়া দর্শনার্থীদের সাহায্য করছেন।
পবিত্র রমজান মাসই ওমরাহ পালনের জন্য অন্যতম শীর্ষ মৌসুম, যেখানে বিশ্বের অধিকাংশ মুসলিম এই সময়টিকে বেছে নেন।
১৭৪ বার পড়া হয়েছে