মসজিদের চাল আত্মসাতের অভিযোগ, প্রতিবাদে মারপিটে আহত ৫

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী মিনাজ মোড় এলাকায় একটি মসজিদের দুই মেট্রিক টন চাউল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন নারী ও শিশুসহ পাঁচজন, তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন, সালমা খাতুন (৩৫), তার ১১ বছরের শিশু সোহেল এবং আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন (৩২)।
স্থানীয় বাসিন্দা সালমা খাতুন জানিয়েছেন, মিনাজ মোড় জামে মসজিদের জন্য সরকারিভাবে দুই টন চাউল বরাদ্দ দেয়া হয়। সাইফুল ইসলাম ও তার সহযোগীরা ওই চাউল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। যখন তার স্বামী ও এলাকার লোকজন এ ব্যাপারে প্রতিবাদ জানান, তখন সাইফুল ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় লোকমান হোসেন (৬০) অভিযোগ করেছেন যে, সরকারী অফিসাররা বুধবার (৫ মার্চ) এলাকার মানুষের কাছে জানতে চান, সমসাময়িক চাউলের বরাদ্দ সম্পর্কে তারা কিছু জানেন কিনা। এরপর জানা যায়, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম এবং ক্যাশিয়ার আব্দুল মতিন মিলে চাউল তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) গ্রামের মুসুল্লীরা ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন, এবং এ সময় মসজিদ কমিটির ক্যাশিয়ার মতিন স্বীকার করেন যে, তারা চাউল বরাদ্দ পেয়েছেন এবং টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের পরবর্তী দিনে, সাইফুল ও তার সহযোগীরা অভিযোগকারীদের বাড়িতে হামলা চালায়, ফলে পাঁচজন আহত হন। সাইফুল ইসলাম বলেন, “আমি এ ঘটনার সাথে জড়িত নই এবং অভিযোগ মিথ্যা।”
চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেছেন, “মারধরের এ ঘটনা দুঃখজনক, এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
১২৫ বার পড়া হয়েছে