সর্বশেষ

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের একমাসের কারাদণ্ড

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টায় পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন। দণ্ডিতদের মধ্যে রয়েছেন উপজেলার ভাঁড়ারা গ্রামের জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), একই এলাকার বন্দের আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)। এদের মধ্যে আব্দুল্লাহ এবং আরিফুল ছিলেন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এস্কাভেটরের চালক, আর রিংকু ছিলেন বালু বহনকারী গাড়ির চালক।

মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন অভিযোগ ছিল। এ কারণে শুক্রবার দুপুরের অভিযানে তাদেরকে আটক করা হয় এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন