সারাদেশ
ঈদ উপলক্ষে খুশির সাজ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করেছে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক, আইএফআইসি।
বান্দরবানে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ

মো. আরিফ, বান্দরবান
বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদ উপলক্ষে খুশির সাজ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করেছে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক, আইএফআইসি।
ইতিমধ্যেই, মঙ্গলবার (৪ মার্চ) বান্দরবানের "উলুমুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা"তে প্রায় ৪৫ জন শিশুদের মধ্যে ঈদের নতুন পোষাক অনুদান দেওয়া হয়েছে।
এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আইএফিআইসি ব্যাংক বান্দরবান শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিমের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার ফারুক আহমেদ চৌধুরী, খ্যাতনামা সাংবাদিক আলা-উদ্দীন শাহরিয়ার, সাংবাদিক মোহাম্মদ আলী, ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলম এবং মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ ইমন।
এছাড়া, আইএফআইসি ব্যাংক সারা দেশে পবিত্র রমজান মাসব্যাপী এ ধরনের মানবিক কার্যক্রম চলিয়ে যাচ্ছে। ব্যাংকটি সুবিধাবঞ্চিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বছরের পর বছর বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে।
১৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর