সর্বশেষ

সারাদেশ

নিজের অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন সাতক্ষীরা জজকোর্টের পিপি 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার তার অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি নেতা ও সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার তার অফিসে দুর্নীতির কোনো স্থান না থাকার জন্য এবং আর্থিক অনিয়মে জড়িত না হওয়ার জন্য সকল কর্মচারীদের সতর্ক করেছেন। এর পাশাপাশি, বিচারপ্রার্থীদের উদ্দেশ্যে অফিসের দরজায় একটি নোটিশও লাগিয়েছেন তিনি।

অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “আমি পিপি হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আমি আসামি পক্ষের কাছে কখনো প্রভাবিত হইনি এবং আমার দায়িত্ব পালনকালে কেউ আমাকে প্রভাবিত করতে পারবে না।”

তিনি দৃঢ়তার সঙ্গে জানান, যতদিন তিনি এই দায়িত্বে থাকবেন, ততদিন দুর্নীতির বিরুদ্ধে তিনি অবিচলভাবে লড়াই চালাবেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন