সর্বশেষ

সারাদেশ

পাবনায় কারাগারে কয়েদীদের সাথে আওয়ামী লীগ নেতাদের হাতাহাতি

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা ও হামলা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অন্যান্য কয়েদীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে শাস্তি হিসেবে অন্য জেলার কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। আসামিরা সকলেই আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের প্রভাবশালী সদস্য।

পাবনা জেলার কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বুধবার (৫ মার্চ) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে অশোভন আচরণ এবং কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে অভিযুক্তদের রাজশাহী ও নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, আসাদুজ্জামান সুইট এবং আরও একজন।

জেল সুপার মো. ওমর ফারুক বলেন, মামলায় গ্রেফতার হওয়া এসব আসামি কয়েকদিন ধরে কারাগারে থাকা অন্যান্য সাধারণ কয়েদীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিলেন। সর্বশেষ ৩ মার্চ বিকেলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অন্য কয়েদীদের ওপর হাত তোলার পরিস্থিতি তৈরি করেন।

এরপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অপর একজনকে নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়।

জেল সুপারের বক্তব্যে উল্লেখ করা হয়, আগে যেমন তারা বাইরে অশালীনভাবে কথাবার্তা বলেছেন, কারাগারে আসার পরেও সেই একই আচরণ অব্যাহত রেখেছিলেন। এর ফলে সমস্যাটি সৃষ্টি হয়েছিল।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন