শার্শায় ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে।
বুধবার দুপুরে এ অভিযোগ করেন কায়বা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চালের ডিলার শাহাজহান কবির। ডিলার শাহাজাহান কবির জানান, তিনি বুধবার সকালে বাগআচড়া খাদ্য গুদাম থেকে চাল নিয়ে নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাগআচড়া বকুল তলা এলাকায় পৌঁছানোর পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রুহুল কুদ্দুস ও তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে ড্রাইভারকে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। এর পর যখন তিনি কুদ্দুসকে ফোন করে জানতে চান কেন চাল নামিয়ে নেওয়া হয়েছে, তখন তাকে গালাগাল করেন এবং হুমকি দেন।
স্থানীয় এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, বাগাছড়া, বকুলতলা অঞ্চলে কুদ্দুসের বাড়ির সামনে তার ভাই কালু চারটি চাল বোঝায় ট্রলি আটকিয়ে রেখেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ড্রাইভারদের ট্রলি নিয়ে চলে যেতে বলেছেন। কেন তিনি ট্রলি আটকিয়ে রেখেছেন জানতে চাইলে কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই এমনটি করেছিলেন।
অভিযুক্ত রুহুল কুদ্দুস দাবি করেছেন যে তার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বলেন, "আমি কোন চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাওয়ার কারণে ট্রলি আটকিয়ে রেখেছিল, পরে তিনি সেটা ছেড়ে দিয়েছেন।"
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, তিনি ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চালগুলো উদ্ধার করার জন্য নির্দেশ দিয়েছেন।
১৩২ বার পড়া হয়েছে