৫ শতাধিক শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিল ছাত্রশিবির

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫শ'রও বেশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পবিত্র আল কোরআন বিতরণ করেছে।
পাবনা শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠিত হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে আল কোরআন তুলে দেন। তিনি উল্লেখ করেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে এখন নানা ধরনের ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা এই ষড়যন্ত্রের পথ রোধ করতে প্রস্তুত। ২৪ সালের আন্দোলন যদি ব্যর্থ হয়, তাহলে পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎও সংকটে পড়বে। তাই আমরা কোনো ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে দেশের স্বার্থে একযোগে কাজ করবো, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেন সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল ইসলাম হেলালসহ অন্যান্যরা।
১২৭ বার পড়া হয়েছে