পুলিশে বিসিএসের মর্যাদা পেলেন ১৫ পরিদর্শক

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫ জন পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই তথ্যে প্রকাশ পায়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
একটি প্রজ্ঞাপনে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, আর অন্যটিতে এক ব্যক্তিকে ভূতাত্ত্বিকভাবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
১. জনাব এসএম ফারুক হোসেন, বিপি-৬৮৯৩০০৯৫৩০
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), আরএমপি
২. জনাব আলী আহমেদ মাসুদ, বিপিএম, বিপি-৬৭৯৪০১০৪৪০
পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র), ডিএমপি, ঢাকা
৩. জনাব মোঃ মাহবুবুর রহমান, বিপি-৬৮৯৫০০৬২৫৪
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ট্যুরিস্ট পুলিশ
৪. জনাব মোঃ সালাহ উদ্দিন আরশেদ, বিপি-৬৯৯৫০৬৫৫৯৪
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পুলিশ অধিদপ্তর, ঢাকা
৫. জনাব একেএম মামুনুর রশীদ, বিপি-৭১৯৫০১০৪৯৯
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সাবেক শিল্পাঞ্চল পুলিশ বর্তমানে, সিআইডি, ঢাকা
৬. জনাব মোঃ রবিউল ইসলাম, বিপি-৬৯৯৫০৪১৫০১
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মানিকগঞ্জ জেলা
৭. জনাব মোঃ খালেদ হোসেন, বিপি-৬৯৯৫০০৯৬৬৬
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী
৮. জনাব কাজী মিজানুর রহমান,বিপি-৬৭৮৯১১৫০৫৪
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
৯. জনাব মোঃ ইউসুফ খান, বিপি-৬৬৮৯০১০৬২৬
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এসবি, ঢাকা
১০. জনাব মোঃ আব্দুল বাতেন খান, বিপি-৬৭৯০০৩৪৫২৯
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ১ এপিবিএন
১১. জনাব জুলফিকার মোঃ আসাদুজ্জামান, বিপি-৬৭৯০০৭৪৮৪৫
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সিরাজগঞ্জ জেলা
১২. জনাব মোঃ জাকির হোসেন, বিপি-৬৭৯০১২১৮৮৬
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ঝালকাঠি জেলা
১৩. জনাব মোঃ গিয়াস উদ্দিন, বিপি-৬৭৯০০১০৩৮৬
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এসবি
১৪. জনাব মোঃ আব্দুল কাদের, বিপি-৬৭৯০০১০৪৫৮
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এসবি
১৫৫ বার পড়া হয়েছে