ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টায় ভাষানটেকে বস্তির আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩০ মিনিটের অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এই তথ্য জানিয়ে বলেন, ভাষানটেকের বিআরপি বস্তিতে সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে, বুধবার রাতের দিকে গাবতলির ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনের শাহী মসজিদ বস্তিতে ঘটেছিল আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের মতে, গাবতলী শাহী মসজিদের বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নিভানোর পরই কত ঘর পুড়েছে তা বের করা সম্ভব হবে।
১২৫ বার পড়া হয়েছে