ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার ভাষানটেকের বিআরপি বস্তিতে ভযাবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বলে জানান তিনি।
এমতাবস্থায়, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষতি বা হতাহতের তথ্য জানাতে পারেনি।
এর আগে, বুধবার রাতের দিকে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে মারাত্মক একটি আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টার পর ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়দের দাবি, গাবতলী শাহী মসজিদ বস্তির প্রায় দেড় থেকে দুটি শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস এক্ষেত্রে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি, বলেছে আগুন নেভানোর পর বিস্তারিত অনুসন্ধান করে জানাবে কতগুলি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে