সারাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করেছেন।
রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করেছেন।
এই কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় তারা অবরোধ শুরু করেন।
এদিনের অবরোধের ডাক আগেই মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার দিয়েছিলেন। তার নেতৃত্বে আন্দোলন শুরু হয়।
রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, সকালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল, তবে এখন সব ট্রেন রাজশাহী এবং হরিয়ান স্টেশনে আটকে আছে। এমন পরিস্থিতির মধ্যে আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ফিরবে না।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর