সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে এক মাসে ৭ কোটি টাকার পণ্য জব্দ

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা সীমান্তে গত এক মাসে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) প্রায় সাড়ে ৭ কোটি টাকার মালামাল জব্দ করেছে।
তবে, বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়, যার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
২০২৫ সালের ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাতক্ষীরা সদর এবং কলারোয়ার বিভিন্ন সীমান্ত এলাকা, যেমন পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী এবং চান্দুড়িয়া বিওপির আওতাধীন স্থানসহ বাঁকাল এবং ঝাউডাঙ্গা চেকপোস্ট থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী (মূল্য ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা), ভারতীয় ঔষধ (মূল্য ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকা), ভারতীয় বোরকা (মূল্য ৯ লাখ ৫ হাজার টাকা), ভারতীয় মোবাইল ফোন (মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা), ভারতীয় কম্বল (মূল্য ১ লাখ ৮৩ হাজার টাকা), ভারতীয় থ্রি-পিস (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), বিভিন্ন ইমিটেশন গহনা (মূল্য ৯২ হাজার টাকা), চোরাচালানী মালামাল পরিবহনের দায়ে আটক করা ৩টি বাংলাদেশী ট্রাক (মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা), মেয়াদউর্ত্তীন ভেজাল সার (মূল্য ১৪ হাজার বস্তা, ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা), ও ২৫ হাজার মণ কাঠ (মূল্য ১ কোটি টাকা)। এই চোরাচালানীর মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, চোরাকারবারীদের দ্বারা অত্র মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল বর্তমানে সাতক্ষীরা কাস্টমসে সংরক্ষিত আছে।
১১৯ বার পড়া হয়েছে