সর্বশেষ

খেলা

ভারতের বিপক্ষে ২৬৪ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারের জোড়া ফিফটি সত্ত্বেও অস্ট্রেলিয়া পুরো ৫০ ওভার খেলা শেষ করতে পারেনি। ইনিংসের তিন বল বাকি থাকতেই ভারত তাদের ২৬৪ রানে অলআউট করে দেয়।

এতে করে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে হলে রোহিত শর্মার একাদশকে বানাতে হবে ২৬৫ রান।

দুবাইয়ে টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং বেছে নেয়। তবে সেমিফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেওয়া কুপার কনোলি শূন্য রানে সাজঘরে ফেরেন।

ভারতের আতঙ্ক ট্রাভিস হেড শুরুতেই শক্তিশালী পারফরম্যান্স উপস্থাপন করেন। ৩৩ বল মোকাবেলায় ৩৯ রানে তিনি বিদায় নেন বরুণ চক্রবর্তীর শিকারে। মার্নাস লাবুশেন ২৯ ও জস ইংলিশ ১১ রান তুলে সাজঘরে ফিরে যান।

স্টিভেন স্মিথ দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে ২০০ রানে পৌঁছে দেন। ৯৬ বল খেলে ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কা হাঁকিয়ে ৭৩ রান করেন তিনি, এবং মোহাম্মদ শামির বলে বোল্ড হন। স্মিথ এই ম্যাচে দু’বার বেঁচে যান, প্রথমে শামির বলে ক্যাচ মিস হয়, পরে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেও স্টাম্প ভাঙতে পারেননি।

গ্লেন ম্যাক্সওয়েল এক ছক্কা মেরে ৭ রান করে অক্ষরের বলেই বোল্ড হন। এরপর অ্যালেক্স ক্যার কর্মক্ষমতা দেখিয়ে ৫৭ বলে ৬১ রান করেন, রানআউট হওয়ার আগে তার ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছক্কা।

ভারতের মোহাম্মদ শামি ৩টি, এবং বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নিয়ে নেয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন