পাবিপ্রবি কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপণীতে সনদপত্র বিতরণ

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য “পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮” বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (৩ মার্চ) সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন নাটোর জেলার অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন, এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. গোলজার হোসেন।
অধ্যাপক ড. মো. শামীম আহসান তার বক্তব্যে বলেন, ক্রয় সম্পর্কিত সকল কার্যক্রমে নিয়ম ও নীতি অনুসরণ করা জরুরি। আইন ও বিধিনিষেধ সম্পর্কে জানলে কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। সততা ও স্বচ্ছতার সাথে কাজ সম্পাদন করা উচিত এবং প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়ে পরিষ্কার ধারণা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকাণ্ডকে সঠিকভাবে এবং নিয়ম মেনে সম্পাদন করতে হবে।
পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালিত হয়েছে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে।
১২৬ বার পড়া হয়েছে