সর্বশেষ

সারাদেশ

পাবনা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি সোমবার (০৩ মার্চ) দুপুরে ঘটে। মৃত সাইদুল ইসলাম উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নৈশ প্রহরীর কাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম বেশ কিছুদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন এবং মাথায় প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, যা সময়ের সাথে অসহনীয় হয়ে উঠেছিল। সোমবার দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি তার স্ত্রীকে জানান যে তিনি স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছেন। স্ত্রীর প্রশ্নের কোন উত্তর না দিয়েই তিনি বাড়ির বাইরে চলে যান।

প্রায় এক ঘণ্টা পর, বিদ্যালয়ের অফিস সহকারী হাসান আলী দপ্তরি কাজে বিদ্যালয়ে এসে ঢুকেন এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন মিলেনি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মৃত্যুর লাশ তার আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন