পরিবর্তন হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) রাখা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আজ সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে, যা উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত, উল্লেখ করা হয়েছে যে, প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনে তার সম্মতি দিয়েছেন। আগামীতে বিভিন্ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটটি ২০১৮ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকল্পের আওতায় উৎক্ষেপণ করা হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি এর মালিকানা নতুন কোম্পানি বিএসসিএলের কাছে হস্তান্তর করা হয়। বিএসসিএল স্যাটেলাইটটির পরিচালনার জন্য গঠিত একটি প্রতিষ্ঠান, যা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটটি তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস। এটি ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে নাম লেখায়।
১২৪ বার পড়া হয়েছে