সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় একটি নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার পর পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।

শ্রমিকদের বিক্ষোভের সময় তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মৃত শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০), তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

পুলিশ এবং শ্রমিক সূত্রে জানা গেছে, প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডে কর্মরত আফসানা রাতে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনা জানাজানি হলে সোমবার সকালে ওই কারখানার শ্রমিকরা প্রতিবাদ শুরু করেন এবং এক পর্যায়ে ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা একটি গাড়ি মহাসড়কের ওপর এনে সেটিতে আগুন ধরিয়ে দেন।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, নারী শ্রমিকটি তার স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের কারণে রাত ৩টার দিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ভাঙচুর করেন এবং পরে মহাসড়ক অবরোধ করে। তারা কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন