সর্বশেষ

শিক্ষা

৫ শতাংশ কোটা নির্ধারণ নিয়ে সংবাদ সম্মেলনে ছাত্র পরিষদের 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্র অধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বনি আমিন মোল্লা। তিনি উল্লেখ করেন যে, জুলাই মাসের ঘটনাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কোটার সুবিধায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা ২০১৮ সালে এই বৈষম্য বিলোপের জন্য আন্দোলন করেছি। ২০২৪ সালে কোটা সংস্কারের আন্দোলন শুরু হলে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কিন্তু আমরা ৭ মাসও পার হতে দিইনি, সরকার আবারও একটি প্রজ্ঞাপন জারি করে বৈষম্যবিরোধী চেতনার বিপরীত পথে চলে গেছে।

বনি আমিন বলেন, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ায় এ ধরনের কোটা থাকা উচিত নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ছাত্র ও তরুণ সমাজ, যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাঁদের জন্য স্পষ্ট করতে চাই যে, আমাদের দেশে শুধুমাত্র আমাদের অধিকার নেই বরং এই দেশের মালিক সবাই। আমাদের বিশ্বাস, স্বাধীনতা যুদ্ধের মতো একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা অনেক কিছু থেকেই শিক্ষা দিয়েছে। ঐতিহাসিকভাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই হচ্ছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন