রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
মির্জা ফখরুল ইসলাম ইউনাইটেড হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
সোমবার (৩ মার্চ) দুপুরে দলের মিডিয়া সেল সদস্য শায়রুল কবীর খান এই তথ্য প্রকাশ করেন।
শায়রুল জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বই মেলার অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় প্রচুর ধুলাবালি থাকার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে চিকিৎসকের নির্দেশনায় তিনি হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক এবং মহাসচিবের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে বলা হয়েছে, কেউ যেন অযথা হাসপাতালের সামনে ভিড় না করেন।
১৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর