সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জালকুড়িতে একটি টিনশেড বাসায় গ্যাসের লাইন লিকেজের কারণে সোমবার ভোরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে দুটি পরিবারের নারী ও শিশু সহ মোট ৮ জন দগ্ধ হয়েছেন।

গুরুতর দগ্ধদের মধ্যে রয়েছেন - রিকশাচালক মো. হান্নান (৫৫), তার পোশাককর্মী স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের সন্তান সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) এবং জান্নাত (৫)। অপর পরিবারের সদস্যরা হলেন সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) এবং তাদের ১৬ মাসের একমাত্র কন্যা সুমাইয়া।

ঘটনাটি ঘটার পর দ্রুত দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে নারী-শিশুসহ ৮ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলমান। দগ্ধদের শরীরের কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে পরে জানানো হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন