এবার পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন মিষ্টি জান্নাত

রবিবার, ২ মার্চ, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আবারও শুটিংয়ের ময়দানে ফিরছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ, মিষ্টি জান্নাত।
সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা সৃষ্টি করেন। সম্প্রতি, নতুন কাজের বিষয়ে তিনি যে তথ্য দিয়েছেন, তা হলো, তিনি এবার পাকিস্তানি সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে মিষ্টি জানান, 'আমি একটি পাকিস্তানি ছবির অফার পেয়েছি। এছাড়া, বর্তমানে আমার হাতে আরও ৪টি কাজ রয়েছে। ১২ তারিখে আপনাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ থাকবে।' তিনি আরও বলেন, 'আমি শুধু ঢালিউডে সীমাবদ্ধ থাকতে চাই না, হলিউডেও কাজ করতে চাই।'
বর্তমানে, বড় পর্দার পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন। শোনা যাচ্ছে, তিনি 'সাইকো' নামক একটি ওয়েব সিরিজে প্রধান চরিত্রে সাইকো কিলার হিসেবে অভিনয় করবেন।
এদিকে, যখন তাকে প্রশ্ন করা হয় সিরিজের হিরো কে, তখন মিষ্টি বলেন, 'আমার এই ওয়েব সিরিজে হিরো নেই। আমি নিজেই হিরো এবং আবার হিরোইনও। কারণ আমার চরিত্রের সাথে সাতজনের সম্পর্ক থাকে, তাই পুরো গল্পটি সাতজনকে নিয়ে গড়ে উঠেছে।'
মিষ্টি আরও আশা প্রকাশ করেন যে দর্শকরা এবার তাকে নতুনরূপে দেখবেন এবং এই ওয়েব সিরিজটি সবার মন জয় করবে।
মিষ্টি জান্নাত ২০১৪ সালে 'লাভ স্টেশন' সিনেমার মাধ্যমে ঢালিউডে পদার্পণ করেন। এরপর তিনি 'লাভ স্টেশন', 'তুই আমার রানী', 'আমার প্রেম তুমি', 'চিনিবিবি'সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন।
১৩৮ বার পড়া হয়েছে