২১৬টি প্রতিষ্ঠানে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের

রবিবার, ২ মার্চ, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চারটি দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
আগামীকাল সোমবার সকাল থেকে সরকারি-বেসরকারি ২১৬ টি প্রতিষ্ঠানে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালনের মোকাবিলা করবে শিক্ষার্থীরা।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যাটসের শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত (হাসিব) এ কর্মসূচির ঘোষণা করেন। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ব্যানারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে হাসিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে তাদের চারটি দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন জেলার মধ্যে লিফলেট বিতরণ ও প্রতিবাদের কর্মসূচিও পালন করা হবে।
ম্যাটসের শিক্ষার্থীদের চারটি দাবি হলো: অবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, চার বছরের একাডেমিক কোর্স বজায় রেখে কারিকুলাম সংশোধন এবং ভাতা সহ এক বছরের ইন্টার্নশিপ প্রদান।
এছাড়া, প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে 'মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ' নামে নতুন একটি বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানের ক্লিনিক্যাল বিষয়ের উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ৬ মাস ধরে এই চার দাবির জন্য তারা আন্দোলন করে আসছেন।
দেশে মোট ১৬টি সরকারি এবং ২০০টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।
১২৭ বার পড়া হয়েছে