সাতক্ষীরার গোয়ালডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

রবিবার, ২ মার্চ, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় গোয়ালডাঙ্গা বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে মারাত্মক ভাঙন সৃষ্টি হয়েছে।
মোট ৪০০ ফুট বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যাওয়ার ফলে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজারসহ আশপাশের এলাকা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় বড়দল ও খাজরা ইউনিয়নের লাখ লাখ মানুষের মধ্যে ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর এক বছরের মধ্যে এই ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে বড়দল ও খাজরা ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির বোরো ধান এবং শত শত বিঘা জমির তরমুজসহ বহু মৎস্য ঘের লোনা পানিতে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে নিয়ে উপজেলা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি একটি দুঃখজনক পরিস্থিতি। যদি অবিলম্বে বাঁধটি মেরামতের কাজ শুরু না করা হয়, তবে বড়দল ও খাজরা ইউনিয়ন পানিতে তলিয়ে যেতে পারে। তিনি বিষয়টি কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়ার এবং জরুরিভাবে সংস্কার কাজ শুরু করার জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, তিনি ছুটিতে আছেন, তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন এবং দ্রুত বাঁধ সংস্কার করার প্রতিশ্রুতি দেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিরুল ইসলাম জানান, নির্বাহী প্রকৌশলী ঢাকায় থাকায় সংস্কারের ক্ষেত্রে তিনি নির্দেশনা দেওয়ার অপেক্ষায় রয়েছেন এবং রবিবার সকালে তিনি সাতক্ষীরায় ফিরে আসবেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।
১৪৩ বার পড়া হয়েছে