সর্বশেষ

সারাদেশ

পাবনায় জহুরা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ২ মার্চ, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য ইফতার সামগ্রী এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

গত শনিবার (১ মার্চ) সকাল ১০টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়, জহুরা ভিলা চত্বরে এ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য ইমেজিং সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, শমরিতা হাসপাতাল ঢাকা ও জহুরা ফাউন্ডেশনের সদস্য ডা. রবিউল ইসলাম এবং সাওয়া অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জহুরা ফাউন্ডেশনের সদস্য আর্কিটেক্ট সাখাওয়াত হোসেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জহুরা ফাউন্ডেশন এবং জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলী। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুল মান্নান। এ সময়ে আরও বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ও জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান, সমাজসেবক আজিজুল হক বিশ্বাস, আজিজ মাস্টার, আকরাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর, এবং শহরের শালগাড়িয়ার ১১৪ জন নারী ও পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, তিন জন অসহায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। শারীরিক অসুস্থতার কারণে যাদের রোজা পালন সম্ভব হয়নি, তাদের জন্য জরুরি ভিত্তিতে ৬ হাজার টাকা করে দ্বিগুণ দুজন অসহায় দুস্থকে দেওয়া হয়।


জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিবাহে সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দুর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং বস্ত্র বিতরণ।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন