সর্বশেষ

আইন-আদালত

সাগর-রুনি হত্যা : ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ মার্চ, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ১৫ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। চলতি মামলার তদন্ত প্রতিবেদন এ পর্যন্ত ১১৬ বার পেছানো হল।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়।

আদালতের সূত্র জানায়, আজকের দিনটিতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারিত ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে প্রতিবেদনে উপস্থাপন করতে পারেননি, ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছে— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম (অরুণ), আবু সাঈদ, সাগর ও রুনির নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল এবং এনায়েত আহমেদ। তাদের মধ্যে তানভীর রহমান খান ও পলাশ জামিনে মুক্ত রয়েছে, বাকিরা কারাগারে আটক রয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। পুলিশের তদন্ত পর্যায়ে মামলা প্রথমে উপ-পরিদর্শকের কাছে ছিল, যা পরবর্তী চার দিনের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর হাতে হস্তান্তর করা হয়। ডিবির তদন্তে সাফল্য না আসায় ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে র‌্যাবের কাছে তদন্তভার দেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর কেসটির তদন্ত শেষে সাহসী টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট, যা ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করার জন্য বলে। র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে, পরে টাস্কফোর্স গঠন করার প্রজ্ঞাপন জারি হয়, যেখানে পিবিআই প্রধানকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়।

এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৬ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন