বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

রবিবার, ২ মার্চ, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিইসি এ এম এম নাসির উদ্দিন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দেশের মোট ভোটারের সংখ্যা বর্তমানে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
রোববার (২ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন। একইসঙ্গে তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।
মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।
অতিথি হিসেবে বক্তৃতা দিতে যান সিইসি, যেখানে তিনি বলেন, নির্বাচন কমিশন জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। এরপর তিনি ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং অনুষ্ঠানের শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত তথ্য হিসেবে জানিয়ে রাখা ভালো, ২০১৯ সাল থেকে ২ মার্চ তারিখটি জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে, আর এবারে এটি অনুষ্ঠিত হচ্ছে সপ্তমবারের মতো নির্বাচন কমিশনের উদ্যোগে।
১৩৩ বার পড়া হয়েছে