সর্বশেষ

সারাদেশ

সারাবছর সুলভ মূল্যে পণ্য বিক্রয় করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন যে, সারাবছর সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা থেকে উপজেলা পর্যায়ে এই পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে।

শনিবার (১ মার্চ) বিকেলে রমজান উপলক্ষে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রির কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসভা চত্বরে এই বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিশেষ সুবিধার অংশ হিসেবে, এদিন ৩৮ টাকা দরে একটি ডিম, ২৫০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ৮০ টাকা প্রতি লিটারে দুধ বিক্রি করা হয়।

তিনি উল্লেখ করেন, কৃষি ব্যাংকের মতো একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং তারা সেটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক যদি অনুমোদন দেয়, তাহলে দ্রুত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে।

তদুপরি, তিনি বলেন, অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদকে একত্রিত রাখা উচিত। তবে আমরা কেন আলাদাভাবে এগুলো ব্যবহৃত হচ্ছে তা বোধগম্য নয়। কৃষি জমিতে প্রয়োগ করা কিটনাশক মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই যারা পশুপালন করেন তাদের উচিত খেয়াল রাখা যেন ওই খামারের আশপাশে কেউ কৃষি জমিতে কিটনাশক প্রয়োগ না করে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন