ওসি মনজুরুল কাদেরকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়াকে এক দিনের মধ্যে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকালে একটি মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের থেকে থানার ওসির বিরুদ্ধে উঠানো অভিযোগ শোনার পর তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনের মাধ্যমে এ নির্দেশ প্রদান করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকরা অভিযোগ করেন যে, চকরিয়া থানার ওই ওসি মিথ্যা মামলায় জনগণকে হয়রানি করছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন এবং বলেন যে, ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করতে হবে।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের আশঙ্কা প্রকাশ করেন। মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ যেকোনোভাবে রোধ করতে হবে এবং গুজব, ছিনতাই ও অপহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দুর্নীতি নিয়ে কোনও ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এই এক ঘণ্টার সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের, যেমন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সমেত, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে