শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রতীকী ফাঁসি নিলেন আন্দোলনকারীরা

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি প্রতীকী ফাঁসি কর্মসূচি আয়োজন করেন আন্দোলনরত শিক্ষকরা।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানান, এই প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয়জন অংশগ্রহণ করেন। তাঁদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে তারা প্রতীকী নয়, সত্যিকারের ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দিতে প্রস্তুত রয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা এ কর্মসূচি পালন করেন এবং পরে বিকেল চারটার দিকে একটি র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান।
আন্দোলনকারী আসাদুজ্জামান বলেন, তাঁরা টানা ২৪ দিন ধরে আন্দোলন করে চলেছেন। দাবি পূরণ না হওয়ায় আজকের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাদের উদ্দেশ্য হলো, দাবির প্রতি সরকার যদি সাড়া না দেয়, তাহলে কর্মসূচিটি আর প্রতীকী থাকবে না এবং তাঁরা সত্যি সত্যিই আত্মহত্যার পথ বেছে নেবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তিন ধাপে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৩১ অক্টোবর ফলাফল ঘোষণা করা হয়, যেখানে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন।
নিয়োগবঞ্চিত কয়েকজন আদালতে রিট আবেদন করলে ৬,৫৩১ জনের ফলাফল ও নিয়োগপত্র দেয়ার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ফলাফল ও নিয়োগপত্র বিতরণের সিদ্ধান্ত বাতিল করে। এ রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল বিভাগে আবেদন করে রায় স্থগিত চাওয়া হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে