সাতক্ষীরায় জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারীদের মাঝে সম্মাননা প্রদান

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং কারাবরণকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাতক্ষীরা শাখার আহবায়ক আরাফাত হোসাইন। বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদস্য সচিব শোহাইল মাহদীন, আহতদের মধ্যে জিল্লুর রহমান, নাহিদুল ইসলাম, শিমুল হোসেন রাশেদ, কারাবরণকারী দিপু হোসেন ও শহীদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান প্রাথমিকভাবে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ ও আহত শিক্ষার্থীদের পরিবার উপস্থিত ছিলেন।
হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বিগত সময়ে সাতক্ষীরার মানুষ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। স্বৈরাচারী সরকারের অত্যাচারের কারণে অনেকেই নিহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের স্বাধীনতা রক্ষা করতে হলে রাজনৈতিক দল ও মতের উর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে, নাহলে শত্রুপক্ষ নিজেদের অবস্থানকে শক্তিশালী করবে। আমাদের এই সংগ্রাম ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।"
সম্মাননা প্রদান শেষে, শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১১৯ বার পড়া হয়েছে