চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় সমিতির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এম এ জিন্নাহ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন মোখলেছুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি হন আলহাজ মোজাম্মেল হক, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শেখ মো. জিয়ারুর হক সিন্টু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে এনামুল হক সহ মোট ১২ জন সদস্য শপথ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রনি রায়, এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক শামীম হাসান মিলন, শাহীন রহমান, বকুল রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচক কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া পরিচালনা করা হয়।
১১৪ বার পড়া হয়েছে