পাবনায় মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
'আমার ঈশ্বরদী, আমার বাংলাদেশ, তারই মাঝে মেগাসান বাংলাদেশ' এই স্লোগানের প্রতিধ্বনি তুলে ধরে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগাসান টার্কির চেয়ারম্যান আরিফ চিলেকতিন।
এই উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান আয়োজন করে মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, কোম্পানির সিইও নাজমুল হাসান স্বপন, পরিচালক নাজিফা বিনতে হাসান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইহাসান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন।
মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজের সিইও নাজমুল হাসান স্বপন জানান, যে সময় এ অ্যাসেম্বলি প্লান্ট কার্যকর হবে, তখন দেশ বিদেশ থেকে মেডিকেল যন্ত্রপাতি আমদানি করার প্রয়োজন হবে না। বরং এখানে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভাতৃত্ব গড়ে উঠবে।
১১৩ বার পড়া হয়েছে