সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কয়েক শ' আবহাওয়া বিজ্ঞানী ও গবেষক ছাঁটাই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ (ডিওজিই) কর্মী ছাঁটাই এবং সরকারি ব্যয় হ্রাসের কর্মসূচির আওতায় শত শত আবহাওয়া পূর্বাভাসকারী এবং ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওএএ) এর কর্মী চাকরি হারিয়েছেন।

আইনপ্রণেতা এবং আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, গত বৃহস্পতিবার এই বিপুলসংখ্যক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

চাকরি হারানো কর্মীদের মধ্যে অনেক আবহাওয়াবিদ রয়েছেন, যারা দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাস প্রদান করে আসছিলেন। এনওএএ-তে কর্মী ছাঁটাইয়ের কাজ দুটি ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপে ৫০০ জন এবং দ্বিতীয় ধাপে ৮০০ জন কর্মী ছাঁটাই হবে। এই কর্মী সংখ্যা এনওএএ-র মোট কর্মীর প্রায় ১০ শতাংশ।

এনওএএ-তে কর্মী ছাঁটাইয়ের জন্য ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন ইলন মাস্কের ডিওজিই কর্তৃক সরকারি খরচ এবং জনবল কমানোর উদ্যোগকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয় ও জনবলকে অপ্রয়োজনীয় ও বিশৃঙ্খল হিসেবে চিহ্নিত করেছে এবং ইতিমধ্যেই হাজার হাজার প্রবেশনারি কর্মীকে চাকরি হারাতে হয়েছে।

এনওএএ-এর কর্মীদের ছাঁটাইয়ের ব্যাপারে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে বলেছেন, ‘এনওএএ’র আবহাওয়া পূর্বাভাসকারীদের এবং অন্যান্য কর্মীদের বরখাস্ত করা হচ্ছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই, যা অত্যন্ত অন্যায়।’ তিনি আরও বলেন, ‘এরা সবই নিবেদিতপ্রাণ এবং পরিশ্রমী মার্কিন নাগরিক, যারা দেশের মানুষকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য কাজ করছে।’

এছাড়া ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সদস্য জ্যারেড হাফম্যানও এই ছাঁটাইয়ের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এনওএএ-র অসংখ্য বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন আরও বেশি কর্মী ছাঁটাইয়ের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে। এর ফলে কর্মীরা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন। বিশেষ করে শিক্ষানবিশ কর্মী ও যারা ইতিমধ্যেই প্রবেশনকালীন অবস্থায় আছেন, তাদের প্রথমে চাকরি হারানো হচ্ছে। পরবর্তী ধাপে অভিজ্ঞ কর্মীদের বিশাল অংশকেও ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে মনে হচ্ছে।

এদিকে সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার মার্কিন সিনেটে ফেডারেল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন