এবার নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালের মধ্য ও পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার রাতে ২টা ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়) এ ভূমিকম্পটি অনুভূত হয়, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। এই কম্পন শুধু নেপালেই নয়, ভারতের পাটনা এবং বিহারের আশপাশেও অনুভূত হয়েছে।
এ বিষয়ে এনডিটিভি শুক্রবার একটি প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড ছিল। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা ৬.১ মাত্রার কম্পন জানালেও, জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স জানায় এটি ৫.৬ মাত্রার, এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, এটি ৫.৫ মাত্রার ছিল।
কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি এলাকায়। অনেক স্থানীয় বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।
নেপাল ভূকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে সিসমিক জোন ৪ ও ৫ এর মধ্যে পড়েছে। সিসমিক জোন ৫-এ ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জোনের ভিত্তিতে কোনো এলাকায় ভূমিকম্পের সম্ভাবনা কেমন, তা নির্ধারণ করা হয়। ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল। তার পরও সেখানে একাধিক মাঝারি বা ছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
১৪১ বার পড়া হয়েছে