সর্বশেষ

রাজনীতি

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল, শুক্রবার, আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশাল জমায়েতের আশা করা হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাকে। পাশাপাশি বিএনপি, জামায়াত, এবং গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব রাজনৈতিক দলকেও আমন্ত্রণ দেয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জামায়াতের আমির ড. শফিকুর রহমানসহ ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান এ সময় উপস্থিত ছিলেন।

নেতারা জানিয়েছেন, এনসিপি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, “আমরা সকল রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাতে চাই, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন।”

এদিকে, দীর্ঘদিন ধরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল অভিযোগ করে আসছে যে, ছাত্রনেতাদের দল গঠনে সরকারের সাহায্য রয়েছে। তারা এ দলকে ‘কিংস পার্টি’ হিসেবে চিহ্নিত করছে এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। বিতর্ক এড়াতে জানা গেছে, অনুষ্ঠানে উপদেষ্টাদের কেউ উপস্থিত থাকবেন না। দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন