সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে গাছ থেকে তোলা হবে ১০ হাজার পেরেক

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে গাছের সুরক্ষা প্রকল্পের অংশ হিসেবে, প্রায় ১০ হাজার পেরেক অপসারণের লক্ষ্যে মাসব্যাপী একটি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রথম দিনে, দুইটি শতবর্ষী বটগাছসহ মোট ১০টি বিভিন্ন প্রজাতির গাছ থেকে ৩০০টি পেরেক অপসারিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বন বিভাগের উদ্যোগে থানচি বাসস্ট্যান্ডের বটতলায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বটতলায় অবস্থিত দুইটি পুরনো বটগাছের পাশাপাশি অন্যান্য গাছ থেকে সাইনবোর্ড অপসারণ করেন এবং ৩০০টির মতো পেরেক তোলেন।

তিনি বলেন, "আগামী মাসব্যাপী বান্দরবানে এই উদ্যোগ অব্যাহত থাকবে। গাছ আমাদের পরম বন্ধু, যা আমাদের সৃষ্টিতে ফল ও ছায়া সরবরাহ করে এবং অন্যান্যভাবে উপকারে আসে। তাই গাছের সুরক্ষা আমাদের সবার নৈতিক দায়িত্ব।"

এই অনুষ্ঠানে হাজির ছিলেন বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার (টিটু) এবং প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন