সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় পরিচয়হীন ৭ শতাধিক মৃতদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার বিভিন্ন এলাকা থেকে ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা গাজা সিভিল ডিফেন্স কর্তৃক জানানো হয়েছে।

উদ্ধার হওয়া মৃতদেহগুলোর বেশিরভাগের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, ফলে তাদের পরিচয় নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

প্যালেস্টাইন টুডে’র প্রতিবেদনে গাজার মুখপাত্র মেজর মাহমুদ বাসল এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিচয় নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষাগারের অভাব রয়েছে। এছাড়া, বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা মৃতদেহ উদ্ধার এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও পাচ্ছেন না।

বাসল জানিয়েছেন যে, গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মৃতদেহ আটকা পড়েছে। তিনি বলেন, “দেহগুলো উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অজ্ঞাত মৃতদেহগুলোকে ‘অজানা’ শ্রেণীবিভাগের আওতায় নিক্ষেপ করা হচ্ছে, এবং এসব দেহাবশেষের মধ্যে অনেকটাই টুকরা টুকরা বা হাড়। নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে, যা হাজার হাজার পরিবারের জন্য কষ্টের কারণ।”

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন