সর্বশেষ

রাজনীতি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই পদ ভাগাভাগি করেছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি এর মধ্যে কমিটি নিয়ে একটি সমাধান না হলে বড় ধরনের আন্দোলন শুরু করার আল্টিমেটামও দেওয়া হয়েছে।

২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায়, ওই কমিটি ঘোষণার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১০টায় তারা রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করে। এর ফলে, যানবাহন চলাচল একসময় বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার তারা বিক্ষোভ করবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না হলে তারা ঢাকা ব্লকেড কর্মসূচি ঘোষণা করবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত আন্দোলনের আহ্বায়ক এম.জে এইচ মঞ্জু জানান, বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করা হবে। এরপর তাদের কিছু দাবি-দাওয়া উপস্থাপন করা হবে।

তারা দাবি করেছেন, যখন ঢাবি শিক্ষার্থীরা আন্দোলনে পিছিয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনকে এক দফায় পরিণত করেছিলেন। কিন্তু নতুন কমিটিতে তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতক্ষণ না প্রণয়নকারীরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং কমিটি পুনর্গঠন করেন, ততক্ষণ তারা নতুন সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

নতুন কমিটিতে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার পর, মধুর ক্যান্টিনে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন