সর্বশেষ

সারাদেশ

তাড়াহুড়া করে নির্বাচন নয়, আগে সংস্কার চাই: সাতক্ষীরায় আমীর মুজিবুর 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নির্বাচন আয়োজনের আগে প্রয়োজন রয়েছে সংস্কার, দ্রুততা নয়।

সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দাবি করেছিল, "আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।" আল্লাহর দয়ায় আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছি। দুঃশাসন শেষ হয়েছে, কিন্তু শোষণ কি শেষ হয়েছে? আজকের যুবক, মহিলা ও পুরুষেরা জীবনকে দেওয়ার সাহস পেয়েছে। যে জাতি জাগে, সে জাতি কখনই পরাজিত হয় না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের কাফেলায় চলতে হলে কিছু নীতিমালা মেনে চলা আবশ্যক। পৃথিবীর শ্রেষ্ঠ কর্ম হলো আল্লাহর পথে থাকা। রসূলের অনুসরণ করে কোরআনের আইন প্রয়োগ করতে প্রয়োজনে জিহাদে নামতে হবে, জেল খাটতে হবে এবং সম্পদও কুরবানী দিতে হবে। আমরা তৃতীয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, যেখানে মানুষের আইন বাতিল করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে।

আগ্রহী নেতারা কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন উপজেলা জামায়াতে আমীর আবু মুছা তারিকুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল খালেক, সাবেক জেলা আমীর ও এমপি প্রার্থী মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে হাফেজ বুলবুল আহম্মদের কণ্ঠে কোরআন তেলোয়াত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলায় ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের নিয়ে এক মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন