জাতীয়
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগ

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দ্বায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন এর সইকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়।
গত মঙ্গলবার, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটাবিরোধী আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে এই নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যার নেতৃত্ব নেবেন নাহিদ ইসলাম। এজন্য তিনি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
১৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর