সর্বশেষ

জাতীয়

শিগগির পরীক্ষামূলক চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।

তিনি জানান, প্রকল্পের ড্রাই রান চলছে এবং শীঘ্রই টেস্ট রান শুরু করা হবে। রোসাটম নিরাপত্তা, গুণগত মান এবং আন্তর্জাতিক মান অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পের সফল সম্পন্নতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রোসাটমের মহাপরিচালক। এসময় তিনি এ তথ্য প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোসাটমের মহাপরিচালককে জানান যে বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পারমাণবিক জ্বালানি সমস্যায় সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) নিয়ে চলমান সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গণ্য করা হচ্ছে।

আলোচনার সময়ে অধ্যাপক ড. ইউনূস রোসাটমের অব্যাহত সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পটি সময়মতো সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিখাচেভ প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করে বলেন, নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক ইতিমধ্যে অর্জিত হয়েছে। তিনি স্বচ্ছন্দচিত্তে জানান যে, বাংলাদেশের জনগণের যে কোনো সিদ্ধান্ত তাদের কাছে গুরুত্ব বহন করে।

তিনি আরও জানান যে, প্রকল্পের ড্রাই রান চলছে এবং শীঘ্রই টেস্ট রান শুরু হবে। রোসাটম নিরাপত্তা, গুণগত মান এবং আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

দুই পক্ষ আন্তঃসরকারি ঋণ চুক্তি (আইজিসিএ) সংশোধনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যার আওতায় ঋণের ব্যবহারের সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উভয় পক্ষ অচিরেই আইজিসিএর দ্বিতীয় প্রটোকল সই করার বিষয়ে সম্মতি প্রদান করেছেন। এছাড়া, প্রকল্পের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে জনবল প্রশিক্ষণ, নিরাপত্তা প্রোটোকল এবং প্রযুক্তিগত জ্ঞান স্থানান্তরের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

রাশিয়ার পক্ষে বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, রাশিয়ার ফেডারেল এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নিউক্লিয়ার সুপারভিশন সার্ভিসের ডেপুটি চেয়ারম্যান আলেক্সেই ফেরোপোন্তভ, রোসাটমের প্রথম উপ-মহাপরিচালক আন্দ্রে পেত্রোভ এবং রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ও এএসই-জেএসির সহ-সভাপতি আলেক্সেই দেরি।

লিখাচেভ এক দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাঁর এটি দ্বিতীয় সফর, পূর্বে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশে এসেছিলেন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন