টেন্ডার শিডিউল কিনতে বাধা, তাঁতীদল নেতা ও সাংবাদিককে মারধরের অভিযোগ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া পৌরসভার হাট-বাজারের টেন্ডার শিডিউল কেনার বিষয়ে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
তাঁতীদল নেতাকে বাধা ও মারধরের পাশাপাশি এক সাংবাদিকও লাঞ্ছনার স্বীকার হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের এই ঘটনাটি ঘটে সাঁথিয়া পৌরসভা চত্বরে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নেতা মো. কামরুজ্জামান, যিনি উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক, জানান যে টেন্ডার শিডিউল কেনার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি এবং দাখিলের তারিখ ২৭ ফেব্রুয়ারি। তিনি অভিযোগ করেন, কিছু জামায়াত সমর্থক কয়েকদিন ধরে বিএনপি সমর্থিত নেতাদের টেন্ডার শিডিউল কিনতে বাধা দিয়ে আসছিল।
তাঁতীদল নেতা জানান, মঙ্গলবার দুপুরে তিনি এবং তাঁর দলের কয়েকজন সদস্য টেন্ডার শিডিউল কিনতে গেলে জামায়াত সমর্থকরা তাদের দিকে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলার সময় উপস্থিত পুলিশ তাদের রক্ষা করে এবং পরে তারা নিরাপত্তার মধ্যে টেন্ডার শিডিউল কিনতে সক্ষম হন। কামরুজ্জামান হামলাকারীদের জামায়াতের সমর্থক দাবি করেছেন।
এ ব্যাপারে সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ’জামায়াতের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পৌরসভা দখল করে রেখেছে এবং তারা কাউকে শিডিউল কিনতে দিচ্ছে না।’
স্থানীয় সাংবাদিক খালেকুজ্জামান পান্নু ঘটনার সত্যতা জানার জন্য পৌরসভায় গিয়ে লাঞ্ছনার শিকার হন। তিনি জানান, জামায়াত সমর্থকরা তাঁর উপর হামলা চালায় এবং ঘটনাটি তিনি থানার ওসিকে মৌখিকভাবে জানান। পরে তিনি লিখিত অভিযোগও করেন।
এ বিষয়ে সাঁথিয়া পৌর প্রশাসক সাদিয়া ইসলাম বলেন, তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথেই সেখানে গিয়ে পরিস্থিতি খোঁজ নেন এবং সবাইকে সতর্ক করেন যাতে কেউ বাধা না দেয়। কিন্তু তাঁর অফিসে ফিরে আসার পরপরই হামলার ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তাঁতীদল নেতা এখনো অভিযোগ দেননি, তবে সাংবাদিক পান্নুর অভিযোগ তদন্ত করা হচ্ছে।
আহত দলের নেতা ও সাংবাদিক দুইজনের বিরুদ্ধে হামলার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন উত্তোলন করেননি।
১৩২ বার পড়া হয়েছে