সর্বশেষ

জাতীয়

রমজানে সারা দেশে বিশেষ অভিযান চালাবে বিএসটিআই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারি এবং অন্যান্য নিত্যপণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মাঠে নামছে। প্রথম রোজা থেকেই ঢাকা মহানগর সহ সারা দেশে বিভিন্ন অভিযান শুরু হবে।

এই অভিযানে ইফতারি পণ্যের পাশাপাশি শিশু খাদ্য, ফলমূল এবং প্রসাধনী পণ্যের মানও পরীক্ষা করা হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন মাহে রমজান ১ মার্চ বা ২ মার্চ থেকে শুরু হতে পারে। এ উপলক্ষে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম সংশ্লিষ্ট এক মাস আগে থেকেই আরও শক্তিশালী করা হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল রোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রমজানে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এপিবিএন-এর সহযোগিতায় প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ে তথা র্যাব এবং ডিএমপির সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সারাদেশে বিএসটিআইয়ের বিভাগীয়, জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের বাজার মনিটরিং কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী আরও জোরদার করা হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন