জাতীয়

প্রধান উপদেষ্টাকে অ্যান্তনিও'র চিঠি, মার্চেই আসছেন বাংলাদেশ সফরে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি জানিয়েছেন, আগামী ১৩ মার্চ তিনি বাংলাদেশে সফর করবেন।

এদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়ে মহাসচিব বলেন যে তিনি সফরকালে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব ২৫ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এই চিঠি লিখেন।

চিঠিতে মহাসচিব বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন এবং ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সহযোগিতা পুনর্ব্যক্ত করতে চান। রোহিঙ্গা সংকটে বাংলাদেশ এবং ওই অঞ্চলের ওপর যে প্রভাব পড়েছে এবং রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে ড. ইউনূসের উদ্বেগের বিষয়ে সহমত প্রকাশ করেছেন গুতেরেস।

তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা (আসিয়ান) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। সেইসাথে, মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উপর কাজ করার কথা উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন