ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মহানগরীতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত রাখতে পুলিশের টহল কার্যক্রমের আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার ভোরে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকি পরিদর্শন করেন এবং কিছু থানা পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপদেষ্টা তার বারিধারা এলাকায় অবস্থিত ডিওএইচএস-এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। এরপর তিনি নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফিরে আসেন। এ সময় তিনি আশপাশের কিছু অলিগলি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময়, উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন।
১৩৬ বার পড়া হয়েছে