সর্বশেষ

জাতীয়

২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা এক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) সহ পুলিশের ৮২ জন কর্মকর্তা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ, ১৩ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ৪৯ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৯ জন পুলিশ সুপার (এসপি) পদের কর্মকর্তা।

আজ পৃথক তিনটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এসব আদেশে ওএসডি করার কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, এসব কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন।

ওএসডি মূলত প্রশাসনিক পুনর্বিন্যাসের একটি অংশ, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যত দায়িত্বহীন করে দেওয়া হয়। সাধারণত গুরুত্বপূর্ণ পদ থেকে কাউকে সরিয়ে ওএসডি করা হলে তা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই বিবেচিত হয়, যদিও সরকারি ভাষায় এটি একটি প্রশাসনিক পুনর্বিন্যাস।

বিশেষ করে, সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের মাঝে একাধিকবার ওএসডি বা বদলি করা হয়েছে। তবে একসঙ্গে ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করার ঘটনাটি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন