সর্বশেষ

অর্থনীতি

কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ : গভর্নর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কিছু ব্যাংকের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।

তিনি জানান, সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোর সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে, তবে সব সমস্যার সমাধান করা সম্ভব নাও হতে পারে। কারণ, কিছু ব্যাংকের আমানতের ৮৭ শতাংশ এক পরিবারকে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্গঠন সংক্রান্ত টাস্ক ফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনের কর্মশালার শেষ দিনে ‘ব্যাংকিং সেক্টরে সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং শাসন’ শীর্ষক অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

গভর্নর আরও বলেন, কিছু ব্যাংকের চলমান ঋণ পরিশোধের হার ৮৭ শতাংশে পৌঁছেছে, এবং এই পরিস্থিতির জন্য এককভাবে একটি পরিবার দায়ী। ওই পরিবার একে একে ১০০ টাকা ঋণ থেকে ৮৭ টাকা নিয়েছে, যার ফলে ব্যাংক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক খাতের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রণয়ন করছে। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতে সমস্যা বিদ্যমান, এবং সেগুলোর মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, অনেক সরকারি ব্যাংকেও প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এছাড়া, তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) কোনো প্রভাব ফেলতে না পারে, সেজন্য নিয়ম-নীতিমালা তৈরি করা হচ্ছে। তিনি জানিয়ে দেন, এফআইডি ব্যাংকিং খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এবং শুধুমাত্র বিমা কোম্পানির জন্য কার্যক্রম পরিচালনা করতে পারবে, ব্যাংক নয়।

সমস্যাজনক ব্যাংকগুলো সম্পর্কে গভর্নর বলেন, ইসলামি ব্যাংক ও ইউসিবিএল বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লিকুইডিটি সাপোর্ট পাচ্ছে না। তবে তারা ইতোমধ্যে তাদের সমস্যা সমাধানের পথে এগিয়ে যাচ্ছে এবং কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যা তাদেরকে সঠিক পথে পরিচালিত করছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন